মিথ্যা

ভাইরাল ভিডিওটি ওসমান হাদি ও তার সন্তানের সঙ্গে সংশ্লিষ্ট নয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে শহীদ ওসমান হাদি ও তাঁর শিশুপুত্রের বলে দাবি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। 

আপডেট: December 21, 2025 পঠিত: 29 বার

সঠিক তথ্য শেয়ার করুন

সিদ্ধান্ত: মিথ্যা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে শহীদ ওসমান হাদি ও তাঁর শিশুপুত্রের বলে দাবি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। 

ভাইরাল ভিডিওটি ওসমান হাদি ও তার সন্তানের সঙ্গে সংশ্লিষ্ট নয়
A viral claim linking a widely shared video to Osman Hadi and his son is false. Fact Check Bangladesh verifies the video is unrelated and misleading.

ভিডিওটিতে দেখা যায়, একটি শিশু তার সদ্যপ্রয়াত বাবার মৃতদেহ দেখছে এবং শিশুসুলভ প্রতিক্রিয়া দিচ্ছে। এই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘ওসমান হাদির সঙ্গে পুত্রের শেষ দেখা’ শিরোনামে প্রচার করা হচ্ছে। 
যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ওসমান হাদি বা তাঁর পরিবারের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। এটি সিরিয়াতে আইএসের হামলায় নিহত একজন ব্যক্তি ও তাঁর পরিবারের একটি ভিডিও। একাধিক নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং সূত্র ও প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সম্পর্কিত