সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হচ্ছে, কফি পান করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই তথ্য নিশ্চিত করেছে।
admin
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হচ্ছে, কফি পান করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই তথ্য নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হচ্ছে, “WHO জানিয়েছে যে নিয়মিত কফি পান ক্যানসারের অন্যতম কারণ।” এই দাবি যাচাই করতে গিয়ে দেখা যায়—২০১৬ সালে WHO কফিকে সম্ভাব্য কার্সিনোজেন (carcinogen) হিসেবে বিবেচনা করলেও পরবর্তীতে তাদের গবেষণায় এই আশঙ্কা খারিজ করা হয়েছে। আসলে কফি পান ও ক্যানসারের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। WHO-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা আছে।