FactCheckBD কীভাবে স্বচ্ছ ও পদ্ধতিগতভাবে তথ্য যাচাই করে থাকে তা জানুন। আমাদের গবেষণা পদ্ধতি এবং যাচাইয়ের মানদণ্ড সম্পর্কে বিস্তারিত দেখুন।
নির্বাচিত দাবিগুলোর জন্য আমাদের ফ্যাক্ট-চেকার্স প্রাইমারি সোর্স (সরকারি দলিল, গবেষণাপত্র, অফিসিয়াল স্টেটমেন্ট) এবং সেকেন্ডারি সোর্স (বিশ্বস্ত মিডিয়া রিপোর্ট) থেকে তথ্য সংগ্রহ করেন।
আমরা রাজনৈতিক দল, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিশেষ স্বার্থগোষ্ঠী থেকে স্বাধীন। আমাদের যাচাই প্রক্রিয়ায় ব্যক্তিগত মতামতের কোনো স্থান নেই।
প্রতিটি যাচাই রিপোর্টে আমরা ব্যবহৃত সকল সোর্সের রেফারেন্স প্রদান করি। পাঠকরা নিজেরা সোর্স চেক করতে পারেন।
আমরা শুধুমাত্র বিশ্বস্ত ও যাচাইযোগ্য সোর্স ব্যবহার করি। প্রতিটি তথ্য কমপক্ষে দুটি স্বাধীন সোর্স থেকে নিশ্চিত করা হয়।
সকল পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। যাচাইকৃত ব্যক্তি/প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া জানার সুযোগ দেওয়া হয়।
দাবিটি প্রমাণ দ্বারা সম্পূর্ণ সমর্থিত
• সরকারি নথি ও পরিসংখ্যান
• আইন ও নীতিমালা
• অফিসিয়াল প্রেস রিলিজ
• একাডেমিক গবেষণাপত্র
আদালতের রায় ও আদেশের প্রামাণিক দলিল
আইন ও সংসদ বিষয়ক দাপ্তরিক তথ্য
সরকারি পরিসংখ্যান ও নীতিমালা
আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও কোনো ভুল ধরা পড়লে তা স্বীকার করে সংশোধন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কোনো রিপোর্টে ভুল পাওয়া গেলে দয়া করে corrections@factcheckbd.org এ ইমেইল করুন।
ভুলটি যাচাই করা হবে
প্রয়োজনীয় সংশোধন করা হবে
সংশোধিত রিপোর্টে স্বচ্ছতা নোট যোগ করা হবে
সোশ্যাল মিডিয়ায় সংশোধনী প্রকাশ করা হবে